Virat on Vamika : সোশাল মিডিয়ায় ভামিকা, মেয়ের ছবি প্রকাশ নিয়ে বিরক্ত বিরাট

Updated : Jan 24, 2022 15:04
|
Editorji News Desk

কেপটাউনে (Cape Town) ভারত-দক্ষিণ আফ্রিকার তৃতীয় একদিনের ম‍্যাচ। নিউল‍্যান্ড (Newland) স্টেডিয়ামে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির
(Virat Kohli) ব‍্যাটে হাফ সেঞ্চুরি আসতেই ভেসে উঠল একটা ছবি। ড্রেসিং রুমে বারান্দায় মেয়ে ভামিকা (Vamika) কোলে নিয়ে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা
(Anushka Sharma)। দক্ষিণ আফ্রিকার সরকারি সম্প্রচার সংস্থা সুপার স্পোর্টসের (Super Sports) ক‍্যামেরায় ধরা পড়া এই ছবি এখন ভাইরাল।

কী লিখলেন বিরক্ত বিরাট

এই ঘটনায় ফের বিরক্তি প্রকাশ করলেন বিরাট কোহলি (Virat Kohli)। সোশাল মিডিয়া (Social Media), সংবাদমাধ‍্যমের জন‍্য বিরাট লিখলেন, ‘দয়া করে ভামিকার ছবি তুলবেন না। এবং ওই ছবি কোথাও প্রকাশ করবেন না। এটা অনুরোধ।’

আরও পড়ুন : প্রথমবার প্রকাশ্যে এল ভামিকার ছবি, বিরাটের হাফসেঞ্চুরির পর ধরা পড়ল ক্যামেরায় 

কী ভাবে প্রকাশ পেল ছবি

ব‍্যাট যেন তাঁর মেয়ে। নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর ড্রেসিং রুমের দিকে তাকিয়ে এই সেলিব্রেশন করতেও দেখা গিয়েছে বিরাটকে। তারপরেই দেখা যায়, মেয়ে ভামিকার মাথায় চুমু খাচ্ছেন মা অনুষ্কা। আর আঙুল দিয়ে ভামিকাকে দেখাচ্ছেন, ওই দেখ বাবা !

কী বলেছিলেন, আর কী বললেন বিরাট 

এর আগেও মেয়ে (Daughter) ভামিকার (Vamika) ছবি তুলতে এবং তা প্রকাশ করতে সংবাদমাধ‍্যমের (Media) কাছে অনুরোধ করেছিল বিরুষ্কা। কিন্তু
দক্ষিণ আফ্রিকার মাঠে হোয়াইটওয়াশের দিনে তা আর আটকানো গেল না। তাই এই ছবি দেখার পর বেশ বিরক্ত বিরাট। সোশাল মিডিয়াতেই তিনি লিখেছেন, ‘আমরা
বুঝতে পেরেছি, আমাদের মেয়ের ছবি স্টেডিয়ামে তোলা হয়েছে। আমরা জানতাম না, ক‍্যামেরা তখন আমাদের দিকে ধরা ছিল। আগেও বলেছি, আবার অনুরোধ
করছি, আমাদের মেয়ের ছবি তুলবেন না। এবং তা প্রকাশ করবেন না। কারণটা আগেই জানিয়েছি, ধন‍্যবাদ।’

আরও পড়ুন : দক্ষিণ আফ্রিকার মাটিতে একদিনের সিরিজে হোয়াইট ওয়াশ ভারত, শেষ ম‍্যাচেও হার চার রানে

ভামিকার ছবি নিয়ে সুপার স্পোর্টস 

রবিবার সন্ধ‍্যায় সামনে এসেছিল বিরাট-কন‍্যা ভামিকার ছবি। তারপর থেকে এখনও পর্যন্ত সেই ছবি ছেয়ে আছে সোশাল মিডিয়াতে। রবিবাসরীয় কেপটাউনের পর
ম‍্যাচ রিপোর্ট নয়, দক্ষিণ আফ্রিকা তো বটে, এমনকী ব্রিটিশ ট‍্যাবলয়েডের প্রথম পাতায় একটাই ছবি। অনুষ্কার কোলে ভামিকা। সৌজন‍্যে সুপার স্পোর্টস। এই সেই
সুপার স্পোর্টস যাঁদের ক‍্যামেরাতেই ধরা পড়েছিল স‍্যান্ডগেট কেলেঙ্কারি। যার জেরে নির্বাসিত হতে হয়েছিল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারের মতো দুই অজি
ক্রিকেটারকে। তাদের ক‍্যামেরায় ভামিকার ছবি প্রকাশ‍্যে আসতে সুপার স্পোর্টসের কর্তা মাইক হেসম‍্যান (Mike Hasman) জানিয়েছেন, ইচ্ছাকৃত ভাবে নয়,
ম‍্যাচের অঙ্গ হিসাবেই বিরাটের হাফ সেঞ্চুরির পরেই ড্রেসিং রুমে ক‍্যামেরা ফোকাস করা হয়েছিল।

Vamikasouth africaCapetownVirat Kohlivirat kohli baby

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও