আইপিএল শেষ হলে শুরু হয়ে যাবে টি-২০ বিশ্বকাপ । ভারতীয় দলে কোন ক্রিকেটারদের বেছে নেবে নির্বাচন কমিটি, কারা জায়গা পাবেন, তা সময়েই জানা যাবে । এদিকে, প্রাক্তন ক্রিকেটাররা তাঁদের পছন্দ অনুযায়ী টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াড বেছে নিচ্ছেন । সেই তালিকায় রয়েছেন বীরেন্দ্র সেওয়াগ । প্রাক্তন এই ক্রিকেটারও বেছে নিয়েছেন ভারতীয় স্কোয়াড । সেখানে জায়গা পেয়েছেন রোহিত শর্মা, কোহলি, মহম্মদ সিরাজরা । তবে, তাঁর আশা ও ভরসার জায়গা জিতে নিয়েছেন এক তরুণ ক্রিকেটার । সেওয়াগ বলছেন, বিশ্বকাপের জন্য ওই ক্রিকেটারের ভিসা ও টিকিট কনফার্ম ।
যশ্বসী জয়সওয়ালের কথা বলেছেন সেওয়াগ । প্রাক্তন এই ক্রিকেটার বলেন,'এই ছেলেটাকে নিয়ে আমার অনেক আশা রয়েছে। যখন কেউ ছোট শহর থেকে উঠে আসে, সে ভালো মতো জানে তাকে কড়া পরিশ্রম করতে হবে, না হলে তাকে ফিরে যেতে হবে।' যশস্বী যে টি-২০ বিশ্বকাপ খেলতে আমেরিকা যাচ্ছেন, এ বিষয়ে একপ্রকাশ নিশ্চিত বীরু ।
বীরেন্দ্র সেওয়াগের স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, রিঙ্কু সিং/শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও সন্দীপ শর্মা ।