এখনও অবধি বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারত। সেমি ফাইনালের আগে আগামী রবিবার নিয়মরক্ষার শেষ ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে। সেইমতো বুধবার বেঙ্গালুরুতে পৌঁছেই অনুশীলন শুরু করেছেন রোহিতরা। কিন্তু ঐচ্ছিক অনুশীলনে ১৫ জনের মধ্যে ১০জন হাজির ছিলেন। বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, সূর্যকুমার যাদব, মহম্মদ শামি ও কুলদীপ যাদব এদিনের অনুশীলনে অনুপস্থিত ছিলেন বলেই খবর ভারতীয় ক্রিকেট দল সূত্রে।
World Cup 2023: বিশ্বকাপের একটি সেমিফাইনালের লাইন-আপ পাকা, ফিরবে ২৪ বছর আগের রুদ্ধশ্বাস লড়াই?
ইডেনে ১০০ করার পর শুভেচ্ছায় ভেসেছেন বিরাট, এরপর তাঁকে দেখা গিয়েছিল সাধারণ বিমানে। কেউ কেউ বলছেন বেঙ্গালুরুতেই রয়েছেন কিং কোহলি , কেউ বা বলছেন মুম্বইয়ের বাড়িতে দেখা করেই ‘দলে ফিরবেন’ বিরাট। যদিও এই বিষয়ে দলের তরফে কিছুই জানানো হয়নি।