টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ । এখন ক্রিকেট থেকে দূরে পরিবারকে সময় দিচ্ছেন বিরাট কোহলি । স্ত্রী অনুষ্কা শর্মা ও মেয়ে ভামিকাকে নিয়ে পৌঁছে গিয়েছেন উত্তরাখণ্ডে । সেখানেই অলিতে-গলিতে, বিভিন্ন মন্দির, আশ্রমে ফুরফুরে মেজাজে দেখা গেল 'বিরুষ্কা'-কে । অনুরাগীদের সঙ্গে ছবিও তুলেছেন দু'জনে । সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁদের অনুরাগীরা ।
সম্প্রতি, নৈনিতালের একটি আশ্রমে গিয়েছিলেন কোহলি এবং অনুষ্কা । সেখানে দু'জনকেই কালো রঙের শীত পোশাকে দেখা গিয়েছে । কোনও ছবিতে বিরাটকে দেখা গেল কাপ হাতে, আবার কোনও ছবিতে অনুষ্কার হাতে বই । বিরাটকে অনুরাগীদের অটোগ্রাফও দিতে দেখা গেল । নৈনিতালের কয়েকজন দরিদ্র মানুষকে শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করেছেন তাঁরা । সেসব ছবি এখন নেটমাধ্যমে ভাইরাল । সব ছবিতেই হাসিমুখে ভক্তদের সঙ্গে দেখা গিয়েছে দু'জনকে । সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী,ভামিকাকে সঙ্গে নিয়েই কাঞ্চি ধামে গিয়েছিলেন'বিরুষ্কা' ।
কোহলির পারফরম্যান্স ভাল থাকা সত্ত্বেও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছে ভারতকে । দলের ব্যর্থতার কারণ জানতে কোহলিকে ডেকেছিল BCCI । তাঁদের নিজের মতামত জানিয়েছেন কোহলি । এখন তিনি অবসর সময়ে স্ত্রী ও মেয়েকে নিয়ে ছুটি কাটাতে ব্যস্ত । অন্যদিকে,অনুষ্কার 'চাকদা এক্সপ্রেস'-এর শুটিংও শেষ । চলতি বছর, ১৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিনেমা ।