তাঁর ক্রিকেটজীবনের ১৪ বছর পূর্ণ হয়েছে। আর সেই উপলক্ষেই, বৃহস্পতিবার, নিজের ভক্তদের জন্য ১৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবন সংক্রান্ত বিশেষ একটি ভিডিয়ো (Special video) শেয়ার করলেন বিরাট কোহলি (Virat Kohli)। ২০০৮ সালের ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে (Virat Kohli shared a post) ভারতের হয়ে অভিষেক হয় বিরাট কোহলির। তারপর থেকে দেশের হয়ে এখনও পর্যন্ত ৪৬৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। মোট রান ২৩,৭২৬।
আরও পড়ুন: চিড়িয়াখানা থেকে ৯১১ ডায়াল করে ফোন করে বসল এক বাঁদর, কী হল তারপর?
আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট ৭০টি শতরান আছে। ক্রিকেটের ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ।
স্পষ্টতই আবেগপ্রবণ হয়ে পড়া বিরাট কোহলি (Virat Kohli shared a post) নিজের পোস্টে লেখেন- 'শুরুটা হয়েছিল ঠিক ১৪ বছর আগে। এই যাত্রা গর্বের'।