খারাপ সময় একমাত্র মেসেজ পাঠিয়ে খোঁজ নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। রবিবার পাকিস্তান ম্যাচের পর মুখ খুললেন বিরাট কোহলি (Virat Kohli)। দীর্ঘদিন পর হাফসেঞ্চুরি করেছেন। তবুও চির প্রতিপক্ষ পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে হারতে হয়েছে। হারের পর কাউকে দোষ দিতে চাইলেন না বিরাট কোহলি। তাঁর মতে, ভালো খেলেছে বলেই জিতেছে পাকিস্তান। ক্যাচ মিস করেছেন আর্শদীপ সিং। নেটমাধ্যমে চলছে সমালোচনা। কিন্তু আর্শদীপ সিংয়ের পাশেই দাঁড়ালেন বিরাট।
পাকিস্তানের বিরুদ্ধে ৪৪ বলে ৬০ রানের ইনিংস আসে বিরাটের ব্যাটে। দীর্ঘদিন ফর্মে ছিলেন না। সেই কঠিন পরিস্থিতিতে তাঁকে বিশ্রামের পরামর্শ দেন অনেক প্রাক্তনরাই। বিরাট জানান, সেই কঠিন সময় মহেন্দ্র সিং ধোনি ছাড়া কেউই পাশে ছিলেন না তাঁর। বিরাট জানান, টেস্ট নেতৃত্ব ছাড়়ার সময় তাঁকে মেসেজ পাঠিয়ে খোঁজ নেন মহেন্দ্র সিং ধোনি।
আরও পড়ুন: শেষ ওভারে নাটক, ভারতকে পাঁচ উইকেটে হারাল পাকিস্তান, জলে গেল বিরাটের ৬০ রান
এদিন ম্যাচের পর সাংবাদিক বৈঠকে তরুণ ক্রিকেটার আর্শদীপের পাশে দাঁড়ান বিরাট। তিনি বলেন, "চাপের মুখে যে কোনও খেলোয়াড়ই ভুল করে। এরকম একটা ম্যাচ। কঠিন পরিস্থিতি। আমার মনে আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার নেমেছিলাম। আফ্রিদির বলে খারাপ শট নিয়েছিলাম। তারপর ভোর পাঁচটা অবধি জেগে ছিলাম। ঘুমই আসছিল। ভেবেছিলাম, আর কোনও দিন সুযোগ পাব না। আমার কেরিয়ার শেষ। এখন আমাদের টিমের পরিবেশ ভাল। এরকম পরিবেশ যে কোনও ক্রিকেটার চাইবে। আবার পেলে, সে নিজের ক্ষমতা দেখিয়ে দেবে।"