ভারত পাকিস্তানের (India-Pakistan Match) ম্যাচের মত হাইভোল্টেজ ম্যাচ। খেলোয়াড়দের চাপের মুখে থাকাটা অস্বাভাবিক কিছুই না। আর তাতেই কখনও সখনও ঘটে যায় অঘটন। সেরকমই ঘটনা ঘটেছে ভারত পাকিস্তান ম্যাচে। একাধিক ভুল করেছেন তরুণ প্লেয়ার আর্শদীপ সিং। ক্যাচ মিস থেকে শুরু করে শেষ মুহূর্তে ফুলটস বল দিয়ে সমর্থকদের রোষের মুখে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে যখন তীব্র নিন্দার ঝড়, সেই সময় তাঁর পাশে দাঁড়ালেন বিরাট কোহলি (Virat Kohli)।
ম্য়াচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর্শদীপের (Arshdeep Singh) ব্যাপারে প্রশ্ন করা হলে বিরাট জানান, হতেই পারে, এটা ম্যাচের অংশ। নিজের প্রসঙ্গ টেনে বিরাট মনে করিয়ে দেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনিও একবার খারাপ খেলেছিলেন। শাহিদ আফ্রিদির বলে আউট হয়ে ভোর পাঁচটা পর্যন্ত ঘুমোতে পারেননি। সিলিং-এর দিকে তাকিয়েছিলেন।
Asia Cup 2022 : শেষ ওভারে নাটক, ভারতকে পাঁচ উইকেটে হারাল পাকিস্তান, জলে গেল বিরাটের ৬০ রান
এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতকে হারিয়ে দেয় পাকিস্তান। রবিবার ভারতের ১৮১ রান তাড়া করতে নেমে পাকিস্তান ম্যাচ জেতে পাঁচ উইকেটে।