অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে নামার আগে রীতিমতো সতর্ক টিম ইন্ডিয়া। ৪ টেস্টের সিরিজ শুরু হচ্ছে ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে। ২০০৪ সালের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে আর কোনও টেস্ট সিরিজ হারেনি ভারত। কিন্তু, এইসব তো শুকনো পরিসংখ্যান! আসল ঘটনা হল, এই টেস্ট সিরিজ ভারতকে শুধু জিতলেই চলবে না, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে গেলে অন্তত ২-০ বা ৩-১ ব্যবধানে জিততে হবে! আর সেই কারণেই, নেটে দারুণভাবে ঘাম ঝড়াতে দেখা গেল টিম ইন্ডিয়াকে। সিরিজে নামার আগে স্পিন খেলার মহড়ায় ব্যস্ত রইলেন বিরাট, রোহিত শর্মারা।
এর আগে দু’দিন নাগপুরের সিভিল লাইন্সে ক্লোজডোর ট্রেনিং করেছিল ভারত। এদিন নাগপুরের মূল স্টেডিয়ামে ওপেন সেশন রাখা হয়েছিল। সেখানেই সুইপ আর রিভার্স সুইপ প্র্যাকটিস করলেন ভারতীয় ব্যাটসম্যানরা। ক্লোজ-ইন ফিল্ডিং এবং স্লিপ ক্যাচিংয়ের ওপরও জোর দিচ্ছেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। ওয়াকিবহালমহলের মতে, নাগপুরে স্পিনিং ট্র্যাকেই পিচে অস্ট্রেলিয়া বধের ছক কষছে ভারত।