আট বছরের দাম্পত্য, তারপর বিচ্ছেদ। কিন্তু অতীত ভুলে আবারও প্রেমে পড়েছেন ভারতীয় ক্রিকেট তারকা শিখর ধাওয়ান। নিজের মুখেই স্বীকার করেছেন 'লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়েছে তাঁর। তবে না, মহিলার পরিচয় গোপনই রেখেছেন শিখর।
সম্প্রতি একটি টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানেই শিখর নিজে মুখেই প্রেমে পড়ার গল্প শোনাচ্ছেন অন্য কাউকে। দিল্লির এক পার্টিতেই তাঁর লাভ অফ লাইফের সংগে দেখা শিখরের, আর প্রথম দেখাতেই ক্লিন বোল্ড শিখর। ভিডিওতে শিখর বলেছেন, অতীতকে ভুলে মুভ অন করার সময় এসেছে, একসঙ্গে থাকতেও নাকি শুরু করেছেন শিখর আর তাঁর প্রেমিকা।