প্রয়াত হলেন কিংবদন্তি ফুটবলার সনৎ শেঠ (Sanat Seth)। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। ১৯৩২ সালে পানিহাটিতে জন্ম হয় তাঁর। কলকাতার তিন বড় ক্লাব সহ দেশের প্রতিনিধিত্ব করেছেন বহুবার। ১৯৫৪ সালের এশিয়ান গেমসে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি।
শুক্রবার সকাল দশটা চল্লিশ নাগাদ বার্ধক্যজনিত রোগে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কলকাতা (Kolkata) ময়দানের 'উড়ন্ত বাজপাখি'।
তাঁর প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে বাংলার গোটা ফুটবল মহলে। এদিন ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের প্রতিনিধিদল মৃতদেহতে ক্লাবের পতাকা দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। রাজ্যের ক্রীড়ামন্ত্রীও ফোন করে সমবেদনা জানিয়েছেন প্রয়াত ফুটবলারের পরিবারকে।
সমবেদনা জানাতে তাঁর বাড়িতে আসেন পানিহাটির বিধায়ক তথা রাজ্যের বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। আসেন পানিহাটি পৌরসভা মুখ্য প্রশাসক মলয় রায়, উপ মুখ্য প্রশাসক সোমনাথ দে সহ তাঁর অগণিত অনুগামীরাও।