তিনি বিশ্বক্রীড়ার অবিসংবাদিত নায়ক। একশো মিটার দৌড়ে তৈরি করেছেন একের পর এক ইতিহাস। অথচ, ফুটবলের নাম শুনলেই একেবারে সাধারণ ভক্তের মতো হয়ে ওঠেন উসেইন বোল্ট। তিনি আর্জেন্টিনার একনিষ্ঠ ভক্ত, এই কথা বহুবার বলেছেন বোল্ট। অন্যদিকে, আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও ভক্ত। সম্প্রতি জানিয়েছেন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে রোনাল্ডোর বিদায় মানতে কষ্ট হচ্ছে তাঁর। তবে, উসেইন বোল্টের বিশ্বাস, সেরা সময়ে ফের ফিরে যাবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ফুল ফোটাবে মাঠ জুড়ে।
ম্যান ইউ-তে খেলার ইচ্ছেও এর আগে প্রকাশ করেছিলেন বোল্ট। আর্জেন্টিনার জয় নিয়েও সমান আশাবাদী তিনি। তাঁর কথায়, যে দলে লিওনেল মেসির মতো ফুটবলার আছেন, সেই দলকে সমর্থন করা ছাড়া আর তো কোনও উপায় নেই! যদিও, গত বছর মেসি ও রোনাল্ডোর মধ্যে একটি তুলনামূলক আলোচনা টেনে রোনাল্ডোকেই এগিয়ে রেখেছিলেন এই বিশ্ববিখ্যাত দৌড়বিদ। তবে, রোনাল্ডোর ভক্ত হলেও মেসির খেলাতেও একইরকমভাবে মুগ্ধ তিনি।
বিশ্বকাপে তাঁর দল আর্জেন্টিনা খেতাব জিতবে কি না, তা বলবে সময়। তবে, বোল্ট যে তাতে নীল-সাদা জার্সিকে সমর্থন করা থামাবেন না একটুও, তা বলা যেতে পারে নির্দ্বিধায়।