ইউরোপিয়ান প্রতিযোগিতায় বায়ার্ন মিউনিখ সমর্থকদের 'খারাপ আচরণের' জন্য ৬ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী জার্মান টিমকে বড় অঙ্কের জরিমানা করল উয়েফা। ইউরোপের ফুটবলের নিয়ামক সংস্থা জানিয়েছে, ভবিষ্যতে আরও বড় শাস্তির মুখে পড়তে পারে বায়ার্ন।আগামীতে বায়ার্ন সমর্থকদের জন্য অ্যাওয়ে ম্যাচের টিকিট বিক্রি না করা হতে পারে।
উয়েফার অভিযোগ, বায়ার্ন সমর্থকদের ব্লক থেকে নিষিদ্ধ আতসবাজি ছোড়া হয়৷ একাধিক ম্যাচে এমন ঘটনা ঘটেছে৷ তবে গত অক্টোবরে কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামের অ্যাওয়ে ম্যাচ দেখতে গিয়ে সমর্থকরা আইন ভাঙায় শাস্তির মুখে পড়ল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্লাব।
বায়ার্নকে ৪০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। উয়েফার হুমকির পরে বায়ার্নের পক্ষ থেকে সমর্থকদের সতর্ক করে বলা হয়েছে তাঁরা যেন গ্যালারিতে বেআইনি কিছু না করেন। আগামী মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে বায়ার্ন। সেই ম্যাচে গ্যালারিতে কড়া নজর থাকবে উয়েফার।