IPL 2022, Hardik Pandya: 'ভারতীয় দলে কামব্যাক করাটা ফোকাস নয়', বললেন হার্দিক পান্ডিয়া

Updated : Apr 24, 2022 18:10
|
Editorji News Desk

চলতি আইপিএলে (IPL 2022) যেন স্বপ্নের দৌড় চলছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। গুজরাট টাইটান্সের (Gujarat Titans) অধিনায়ক জানাচ্ছেন, 'ভারতীয় দলে কামব্যাক করাটা ফোকাস নয়'।

২০১৯ সালে পিঠের চোটের পর থেকেই ভারতীয় দলে জায়গা পাওয়া নিয়ে রীতিমতো লড়াই করতে হচ্ছে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। যদিও, ভারতীয় দলে নিয়মিত জায়গা না পাওয়ার জন্য তাঁর বাজারদরে বিশেষ হেরফের হয়নি। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের ভারতের হয়ে শেষবার খেলেন তিনি। 

তবে, এখন তাঁর সম্পূর্ণ মনোসংযোগ গুজরাট টাইটান্স (Gujarat Titans) দলকে ঘিরেই। ম্যাচ শেষ হওয়ার পরে হার্দিক (Hardik Pandya) জানান, এই মুহূর্তে আইপিএল (IPL) ছাড়া আর অন্য কিছু নিয়ে তিনি ভাবছেন না। কোথায় ভবিষ্যত তাঁকে নিয়ে যায়, সেটি দেখার ব্যাপারেও তিনি আগ্রহী বলে জানান।

আরও পড়ুন: পুরুলিয়ার ঝালদায় তপন কান্দুর ছেলেকে খুনের হুমকির অভিযোগ, অস্বীকার তৃণমূলের

তাঁর কথায়, আমার হাতে ভারতীয় দল নির্বাচনের ব্যাপারটি নেই। যেটা আমার হাতে রয়েছে, ভাল পারফরম্যান্স করা, আমি সেটাতেই ফোকাস করতে চাই। 

প্রথমবার আইপিএলে অধিনায়কত্ব করতে এসে গুজরাট টাইটান্সকে সাফল্যের শিখরে তুলে দিয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এমনকি, জস বাটলারের পরেই পরপর তিন ম্যাচে অর্ধশতরান করে চলতি আইপিএলের সেরা ব্যাটসম্যানদের তালিকাতেও রয়েছে তাঁর নাম।

গুজরাট টাইটান্সের হয়ে ৬ ম্যাচ খেলে মোট ২৯৫ রান করেছে হার্দিক পান্ডিয়া। এই মুহূর্তে ৭'টি ম্যাচ খেলে ৬'টি জয় পেয়ে লিগ টেবিলে শীর্ষে রয়েছে গুজরাট।

Gujarat TitansHardik PandyaIPL 2022

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও