আগামী ২১ জুন থেকে শুরু হতে চলেছে চলতি বছরের কোপা আমেরিকা টুর্নামেন্ট। ফাইনাল হবে ১৫ জুলাই। আন্তর্জাতিক ফুটবলের এই টুর্নামেন্ট থেকেই দেখা যাবে নতুন রঙের কার্ড। ফুটবলের আইন প্রণয়ন সংস্থা (আইএফএবি)র তরফে একটি গোলাপি কার্ডের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
তবে এই কার্ড কোনও শাস্তি দেওয়ার জন্য দেখানো হবে না, বরং কোনও ফুটবলার পরিবর্তনের সময় এই কার্ড দেখানো হবে। কোনও খেলোয়াড়ের চোট, বা অন্য কারণে মাঠ থেকে ফুটবলার তুলে নতুন কাউকে নামাতে হয়। এরকম পরিস্থিতে গোলাপি কার্ড দেখিয়ে বিপক্ষ দল ও দর্শকদের পরিবর্তনের কথা জানাবে রেফারি।
Cyclone Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'রেমাল'. শনিবার থেকেই বঙ্গে দুর্যোগ বাড়ার আশঙ্কা
এই কার্ডের সুবিধা হল, এর জেরে অতিরিক্ত একজন ফুটবলার মাঠে নামানো যাবে, যা নিয়মানুযায়ী ৫ জন ফুটবলারের মধ্যে পড়বে না। এক দল পিঙ্ক কার্ড পেলে, বিপক্ষ দলও সুবিধা পাবে।