বিশ্বকাপের দৌড়ে বেশ ভাল জায়গায় রয়েছে আফগানিস্তান (Afganisthan)। মঙ্গলবার তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এই ম্যাচে নামার আগেই মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) দেখা পেলেন আফগানরা। নিলেন পরামর্শও। সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্র্যাকটিস করছিলেন আফগানরা। তাঁদের অনুশীলনে পৌঁছে গিয়েছিলেন সচিন। কথা বলেন দলেন সকলের সঙ্গে।
বিশ্বকাপের আগে আফগানদের মেন্টর হিসেবে অজয় জাডেজাকে নিয়োগ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তারপর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে গোটা দল। এদিন জাডেজার সঙ্গে আফগান দল নিয়ে কথোপকথন হয় সচিনের। মাস্টার ব্লাস্টারের সঙ্গে কথা বলতে দেখা যায় দলের অধিনায়ক রাশিদ খানকেও।
আরও পড়ুন - অ্যাঞ্জেলোর হেলমেট বিভ্রান্তি, ১৪৬ বছরে প্রথম বার টাইমড আউট ব্যাটার
সকলকে পরামর্শ দিতে দেখা যায় সচিনকে। প্রশংসায় ভরিয়ে দেন তাঁদের। অন্যদিকে, ঈশ্বরকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন ইব্রাহিম জাদরান, নবীন উল হকরাও।