'তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো'। এই চারটি শব্দই যেন ক্রিকেট বিশ্ব বলতে চাইছে ঋষভ পন্থকে। শুক্রবার ভোরে রুরকিতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন এই ভারতীয় ক্রিকেটার। একপ্রকার মৃত্যুর মুখ থেকেই ফিরে এসেছেন এই তরুণ ক্রিকেটার, এমনটাই মনে করছে ওয়াকিবহালমহল।
ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ টুইট করে লেখেন, "ফাঁড়া কেটে গেছে, সেটাই একটা নিশ্চিন্তি"। বীরেন্দ্র শেহবাগ লেখেন, "খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো"।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ভারতীয় দলের প্রাক্তন কোচ অনিল কুম্বলে লেখেন, "খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তুমি, এটাই চাই"।
শুধু ভারতীয়রাই নন। একাধিক বিদেশি ক্রিকেটারও টুইট করে ঋষভ পন্থের দ্রুত সুস্থতার কামনা করেছেন। প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক তথা দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং লেখেন, "খবরটা শোনার পর থেকেই ঋষভ পন্থের জন্য প্রার্থনা করে চলেছি। আশা করি, খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠে ও আবার খেলায় ফিরে আসবে"।