বৃহস্পতিবার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচটি ক্রীড়ামোদীদের মনে করিয়ে দিচ্ছে ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালের কথা। এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অশ্বমেধের ঘোড়া অপ্রতিরোধ্য। ৬টি ম্যাচের মধ্যে ৬টি ম্যাচেই জয় পেয়েছে রোহিত শর্মার দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেলে এই বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে যাবে টিম ইন্ডিয়া।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ম্যাচের আগে ভারতের ব্যাটিং-এর দুই স্তম্ভ বিরাট কোহলি ও রোহিত শর্মার দিকে চেয়ে আছে গোটা দেশ। ওয়াংখেড়ের প্রবল পাটা পিচে ভারতীয় ব্যাটাররা আগাগোড়াই প্রাধান্য জারি রাখবেন বলে মত ওয়াকিবহালমহলের একাংশের। যদিও, মুম্বইয়ের আবহাওয়ায় প্রবল আর্দ্রতা এবং ধোঁয়াশার কারণে খেলোয়াড়দের পরীক্ষার মধ্যে পড়তে হতে পারে বলেও মনে করেন বিশেষজ্ঞদের কেউ কেউ।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগে বিরাট কোহলির সামনে সুবর্ণ সুযোগ রয়েছে সচিন তেন্ডুলকরের ৪৯টি ওয়ানডে শতরানের রেকর্ডকে স্পর্শ করার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাস্টার ব্লাস্টারের বিশালাকৃতির মূর্তির উন্মোচনের পরেই বিরাট কোহলি এই কীর্তিকে স্পর্শ করলে তা স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেটমোদীদের কাছেও।
অন্যদিকে, চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত বেশ বেকায়দায় রয়েছে শ্রীলঙ্কা। ৬টি ম্যাচ খেলে এখনও পর্যন্ত মাত্র দুটিতে জয় পেয়েছে দ্বীপরাষ্ট্র।