সকলেই এলেন। শুধু তিনি এলেন না! 'তিনি' মানে ভারতীয় দলের জনপ্রিয়তম ক্রিকেটার বিরাট কোহলি। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে বহুপ্রতীক্ষিত ম্যাচ। তার আগে বুধবারই রোহিত শর্মা সহ গোটা ভারতীয় দলই পৌঁছে গেল কলকাতায়। এলেন না খালি কোহলিই। যদিও, শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেন ম্যাচে তিনি খেলবেন। জানা গিয়েছে, বুধবার ১১ জানুয়ারি বিরাট ও অনুষ্কার কন্যা ভামিকার জন্মদিন। মেয়ের জন্মদিনে থাকবেন বলেই দলের সঙ্গে আসেননি তিনি। বিরাট মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন বুধবার। সেখানে তিনি লেখেন, “আমার হৃদ্স্পন্দন দ্বিগুণ হয়ে গিয়েছে।”
দু-বছরে পড়লেন কন্যা ভামিকা। এমন দিনে তাকে ছেড়ে কীভাবেই বা থাকেন বিরাট কোহলি! তাই গুয়াহাটি থেকে গন্তব্য বদলেছেন বিরাট।
বুধবার রাতে কিংবা ম্যাচের দিন সকালে বিরাট কলকাতায় পৌঁছে যাবেন বলে মনে করা হচ্ছে। সিএবি'র তরফে এই বিষয়ে সরাসরি কেউ মুখ না খুললেও, বিরাট আসবেন এ বিষয়ে আশাবাদী সকলেই। বাংলা ক্রিকেট সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ১০'টায় কলকাতা পৌঁছবেন বিরাট।