বৃহস্পতিবার নাগপুর টেস্ট দিয়ে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। তার আগে সাংবাদিক বৈঠকে প্রথম একাদশ নিয়ে কথা বললেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। যদিও, প্রথম একাদশে কারা থাকবেন, তা খোলসা করেননি তিনি। তবে তারা যে নিজেদের সবটা দিয়েই ঝাঁপাবেন, সেই কথাও স্পষ্ট করে দেন রোহিত। সাংবাদিক সম্মেলনে ঋষভ পন্থের প্রসঙ্গও তোলেন রোহিত। তিনি জানান, মিডল অর্ডারে ঋষভের অভাব পূরণ করতে তৈরি টিম ইন্ডিয়া।
উল্লেখ্য, মিডল অর্ডার নিয়ে রীতিমতো কানাঘুষো চলছে দলের অন্দরে। "চূড়ান্ত একাদশ এখনও ঠিক হয়নি। এটা অত্যন্ত কঠিন সিদ্ধান্ত। তার কারণ, টিমের অনেকেই দারুণ পারফর্ম করছে। কিছু আলোচনার প্রয়োজন রয়েছে"। ২ দিন আগেই নাগপুরের প্রথম টেস্টে মিডল-অর্ডারে শুভমন গিল খেলবেন কি না সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে বললেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক কেএল রাহুল। 'দলের প্রয়োজনে মিডল অর্ডারেও ব্যাট করতে পারি', জানিয়েছিলেন ৩০ বছর বয়সী তারকা।