জন্মদিনের দিনই অসুস্থ রাহুল দ্রাবিড়। বুধবার রক্তচাপের সমস্যার জেরে অসুস্থ হয়ে পড়েন ভারতের হেড কোচ। পরে টিম হোটেলেই তাঁর জন্য ওষুধ আনানো হয়। তাঁকে পরীক্ষা করেন টিমের ডাক্তার। ওষুধ খাওয়ার পরই তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন। যদিও বৃহস্পতিবার ইডেনে দ্বিতীয় ম্যাচে উপস্থিত রয়েছেন তিনি।
টিম সূত্রে খবর, বুধবার রাতে বাইপাসের ধারে টিম ইন্ডিয়ার হোটেলে কেক কেটে জন্মদিন পালন হয় 'দ্যা ওয়াল'-এর। দলের সকল ক্রিকেটার মিলে বার্থ-ডে ক্যারল গান। অনুষ্ঠানের মাঝেই অসুস্থ হয়ে পড়েন দ্রাবিড়। রক্তচাপ পরীক্ষা-সহ একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেন। রাতেই জরুরি ভিত্তিতে কয়েকটি ওষুধ লাগবে বলে জানানো হয় সিএবি-কে। পরবর্তীকালে টেলমা জাতীয় কয়েকটি ওষুধ এনে দেওয়া হয় টিম হোটেলে।