বৃহস্পতিবার বিশ্বকাপের ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। ফ্যানদের মধ্যে ম্যাচটি নিয়ে উৎসাহ তুঙ্গে। বিরাট-রোহিতের জার্সি গায়ে দিয়ে স্টেডিয়ামে ঢুকছেন অজস্র টিম ইন্ডিয়া ভক্তরা। রয়েছে দেশের পতাকাও। অনেকে নিজেদের মুখচোখ রাঙিয়ে নিচ্ছেন তেরঙা দিয়ে। সব মিলিয়ে আবহ পুরো জমজমাট। এই ম্যাচ জিতলেই চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া।
উল্লেখ্য, এই ম্যাচে দলে নেই ভারতীয় দলের অন্যতম স্তম্ভ হার্দিক পান্ডিয়া। ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিনি অনিশ্চিত । আদৌ কি বিশ্বকাপের একটি ম্যাচেও আর দেখা যাবে হার্দিককে ? বৃহস্পতিবার ম্যাচের আগে হার্দিককে নিয়ে বড় আপডেট দিলেন রোহিত শর্মা ।
হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে প্রয়োজনে তিন স্পিনার এবং দুই ফাস্ট বোলারকেও খেলাতে পারে ভারতীয় দল। এই বিষয়ে রোহিত বলেন, ' হার্দিকের অনুপস্থিতিতে আমি আমার সব বিকল্প খোলা রেখেছি । পরিস্থিতি যদি দাবি করে, আমরা অবশ্যই তিনজন স্পিনার নেব । আমাদের বোলাররা পরিস্থিতির সুবিধা নিতে জানে।’