আর একটাই ম্যাচ। তার পর তিনি আবার প্রাক্তন হয়ে যাবেন। এবার কোচের পদ থেকে আপাতত অবসর নিতে চলেছেন রাহুল শরদ দ্রাবিড়। বার্বেজোডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আগে তাই খানিকটা আবেগঘন ভারতের কোচ। আমেদাবাদ ভুলে যেতে চান দ্রাবিড়। বার্বেডোজে ফাইনালের আগে তাঁর দাবি, এবার অনেক বেশি আত্মবিশ্বাসী তাঁর দল।
২০০৭ সালে অধিনায়ক দ্রাবিড়কে খালি হাতে ফিরিয়ে ছিল এই ওয়েস্ট ইন্ডিজ। ৫০ ওভারের বিশ্বকাপে সেটাই ছিল ভারতের সবচেয়ে বিশ্রী পারফরম্যান্স। বাংলাদেশের কাছে ম্যাচ হারের পর দলের সিনিয়র ক্রিকেটারদের কাঠগড়ায় তুলেছিলেন তৎকালীন ভারতের কোচ গ্রেগ চ্যাপেল। আর তার জের পরেছিল ভারতের সাজঘরেও।
অধিনায়ক দ্রাবিড় দলকে পরিচালিত করতে পারেন না। তখন এই অভিযোগ উঠেছিল। কিন্তু কোচ দ্রাবিড় সম্পর্কে এই অভিযোগ করতে পারবেন না তাঁর সমালোচকরা। মাত্র ২২৬ দিনের মধ্যেই তাঁর কোচিংয়ে আরও একটা বিশ্বকাপের ফাইনাল টিম ইন্ডিয়া। শনিবার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।