টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। তাও দেখতে দেখতে ৭২ ঘণ্টা পার হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকা তাদের দেশে ফিরে গিয়েছে। বার্বেডোজে এখনও আটকে রয়েছে ভারতীয় দল। এরই মধ্যে কারা যেন প্রশ্ন তুলল সূর্য কুমার যাদবের ক্যাচ নিয়ে। সোশাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে একটি ছবি। সেই ছবি দেখিয়ে অভিযোগ করা হয়েছে, সূর্যকে ক্যাচ নিতে সাহায্য করতে মাঠের দড়ি সেইসময়ের জন্য সরিয়ে দেওয়া হয়েছিল। আর এই ঘটনার জন্য ভারতীয় বোর্ডের সমালোচনা করা হয়েছে।
কিন্তু এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন, ওই দিন মাঠে থাকা এক ধারাভাষ্যকার। তিনি জানিয়েছেন, প্রথম থেকে মাঠে ছিলেন। দড়ি সরানো হয়নি। ওটা আগে থেকে একই জায়গায় ছিল। কারণ, ফাইনাল ম্যাচের পিচের বদল হয়েছিল। তাই সোশাল মিডিয়া যা অভিযোগ করা হয়েছে ঠিক নয়।
ডেভিড মিলারের ক্যাচ নিয়ে এই বিশ্বকাপে ম্যাচের রং বদলে দিয়েছেন সূর্যকুমার যাদব। ম্যাচের তিনি জানিয়েছেন, ভগবান হয়তো এটাই লিখে পাঠিয়েছেন। তাই স্বপ্ন ক্যাচ বাস্তবের জমিতে ধরতে পারলেন।