সুপার এইটের প্রথম ম্যাচেই ফর্মে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বাংলাদেশের বিরুদ্ধে তিনটি উইকেট নিয়ে হ্যাটট্রিক করলেন তিনি। ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ১৪০ রান। ডিএলএস মেথডে ২৮ রানে জয়ী হয়েছে অস্ট্রেলিয়া। আর কামিন্সের এই হ্যাটট্রিক স্মৃতি ফেরাল ২০০৭-এর।
কী স্মৃতি ফেরালেন কামিন্স ?
আসলে ২০০৭ সালের এক টুর্নামেন্টে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি। কেপটাউনের স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার হয়ে এই নজির গড়েছিলেন ব্রেট লি। এবার অস্ট্রেলিয়ার হয়ে আবার এই নজির গড়ে বিশ্বকাপের হ্যাটট্রিক ক্লাবে নাম লেখালেন প্যাট কামিন্সও। তিনি সপ্তম বোলার হিসেবে টি২০ বিশ্বকাপে হ্যাটট্রিকের এই নজির গড়েছেন।