এবার T20 বিশ্বকাপে প্রথম সুপার ওভার ম্যাচ। তিন নম্বর ম্যাচেই খেলা গড়াল সুপার ওভারে। সুপার ওভারে ওমানকে হারাল নামিবিয়া। ব্যাটে বলে দাপট দেখালেন ডেভিড উইজা।
বার্বাডোজে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় নামিবিয়া। ভাল শুরু করেন নামিবিয়ার পেসার ট্রেম্পেলম্যান। প্রথম ওভারে দুটি উইকেট তুলে নেন তিনি। দ্বিতীয় ওভারে আউট করেন নাসিম খুশিতে। সব মিলিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। ১৯.৪ ওভারে ১০৯ রান তোলে নামিবিয়া।
লক্ষ্য কম ছিল। কিন্তু প্রথমেই উইকেট তুলে নেন ওমানের বিলাল খান। শেষ ওভারে নামিবিয়ার বাকি ছিল ৫ রান। মেহরান খান মাত্র ৪ রান দেন সেই ওভারে। ম্যাচ গড়ায় সুপার ওভারে। এক ওভারে ২১ রান তোলে নামিবিয়া। ১০ রানেই শেষ হয়ে যায় ওমানের ইনিংস।