টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে টিম ইন্ডিয়া। এর মধ্যেই ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ করেছিল বিসিসিআই। এবার আরও এক সিরিজের ঘোষণা করল বিসিসিআই। আগামী নভেম্বর থেকে শুরু হচ্ছে এই ম্যাচ।
সূচি অনুযায়ী, আগামী নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে ভারত। আগামী ৮ নভেম্বর ডারবানের কিংসমিড স্টেডিয়ামে রয়েছে প্রথম ম্যাচ। ম্যাচ চলবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত। মোট চারটি ম্যাচ খেলবে ভারত।
২০২১ সালে ভারত দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল। কিন্তু সেই সময় করোনার প্রকোপে স্থগিত হয়ে যায় ওই সিরিজ। ফের চলতি বছরের নভেম্বরে এই সিরিজ শুরু হতে চলেছে।