T20 World Cup 2022: মেলবোর্নে ভারত-পাকিস্তানের মহারণ, ম্যাচের আগে ইডেন নিয়ে আবেগতাড়িত বিরাট

Updated : Oct 30, 2022 07:52
|
Editorji News Desk

রবিবার মেলবোর্নে ৩৭ বছর পর মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। আর অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রথম বার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবেন দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে হঠাৎ করে ইডেন গার্ডেন্সের কথা মনে করলেন বিরাট। 

মেলবোর্নে খেলতে নামার আগে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাধিক ম্যাচের বিষয়ে কথা বলেন বিরাট। তার মধ্যেই তিনি আবেগতাড়িত হয়ে পড়েন ২০১৬ সালে ইডেনে হওয়া টি-২০ ম্যাচের কথা বলতে গিয়ে।

সাক্ষাৎকারে বিরাট বলেন, 'মেলবোর্নে ম্যাচ দেখতে আসবেন ১ লক্ষ সমর্থক। শেষ বার ইডেন গার্ডেন্সে এই এমনই এক অনুভূতির সাক্ষী ছিলাম। ৯০ হাজার দর্শক এসেছিলেন খেলা দেখতে। গ্যালারিতে উপচে পড়েছিল ভিড়। মাঠে নামার সময় দেখেছিলাম সচিন তেন্ডুলকর, সুনীল গাওস্কর, কপিল দেব, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিসের মতো কিংবদন্তিরা দাঁড়িয়ে রয়েছেন। ওই অসাধারণ পরিবেশের কথা ভাষায় বর্ণনা করা যাবে না। যদিও ওই পরিস্থিতি উপভোগ করার আগে ম্যাচে ফোকাস করেছিলাম।'

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সফলতম ব্যাটার বিরাট কোহলি। ৯টি ম্যাচে তিনবার অপরাজিত থেকে ৪০৬ রান করেছেন। সর্বাধিক স্কোর ৭৮। তিনটি ম্যাচে তিনি ম্যান অফ দা ম্যাচও হয়েছেন। ২০১৬ সালে ইডেনের ওই টি-২০ ম্যাচেও ৩৭ বলে অপরাজিত থেকে ৫৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

Eden GardensT20 World Cup 2022IndiakolkataMelbourneCricketMelbourne Cricket groundPakistan

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও