এবারের টি-২০ বিশ্বকাপে ক্রিকেট দেখার নয়া অভিজ্ঞতার স্বাদ পেতে চলেছেন কলকাতাবাসী। সৌজন্যে আইনক্স। কলকাতার বুকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা তাঁদের সিনেমা হলগুলিতে বসে ক্রিকেটপ্রেমীরা বড় পর্দায় রোহিত শর্মা, বিরাট কোহলিদের খেলা দেখার সুযোগ পাবেন।
মূলত কলকাতার তিনটি সিনেমা হলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ দেখানো হবে বলেই খবর। কোয়েস্ট মল, সাউথ সিটি মল এবং ফোরাম মলে আইনক্সের হলগুলিতে চলবে বিশ্বকাপের ম্যাচ। গ্রুপ পর্বের সব ম্যাচ ছাড়াও দু’টি সেমিফাইনাল এবং ফাইনাল দেখানো হবে শহরের এই তিন মাল্টিপ্লেক্সে।
আইনক্সের পূর্বাঞ্চলের কর্তা অমিতাভ গুহ ঠাকুরতা জানান, ‘‘কলকাতার সিনেমা হলগুলিতে বড় পর্দায় ক্রিকেট দেখার সুযোগ পাবেন ক্রীড়াপ্রেমীরা।" তাঁরা সিনেমা হলে থান্ডারাস সাউন্ড ব্যবহার করবেন বলেও জানিয়েছেন অমিতাভ। ক্রিকেটপ্রেমীদের কাছে এই সুযোগ এনে দেওয়ার জন্য তিনি আইসিসির ভূয়সী প্রশংসা করেছেন।