T20 World Cup 2022: প্রোটিয়াদের কাছে সিডনি অভিশপ্তই, ৩৩ রানে জয় পাকিস্তানের, ম্যাচের নায়ক সাদাফ খান

Updated : Nov 10, 2022 18:14
|
Editorji News Desk

30 বছর পর বিশ্বকাপের মঞ্চে সিডনি সেই অভিশপ্ত হয়েই থাকল দক্ষিণ আফ্রিকার কাছে। ১৯৯২ সালে এই মাঠেই ডাকোয়াট লুইসের সেমিফাইনাল হেরেছিল দ আ। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। তিন দশক পর সেই ডাকোয়াট লুইসেই পরাজিত প্রোটিয়ারা। 

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে বিশ্বকাপে আপাতত ভেসে থাকল পাকিস্তান। ম্যাচের নায়ক পাক সহ অধিনায়ক সাদাফ খান।

এদিন প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৮৫ রান করে পাকিস্থান।, ২২ বলে ৫২ রান করে সাদাফ। হাফ সেঞ্চুরি করেন ইফতিকার। তবে সিডনির মরা পিচেও রান পেলেন না পাক অধিনায়ক বাবার আজম। তাঁকে নিয়ে জতই আলোচনা বাড়ছে, তাঁর ব্যাটে ততই রান কমছে। এ'দিনিও মাত্র ৬ রান করে আউট হন বাবর। দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ উইকেট নেন নোকিয়া। 

রান তাড়া করতে নেমে একসময়ে ৪ উইকেটে ৬৯ রান করেছিল দক্ষিন আফ্রিকা। সেই সময়েই ম্যাচে ব্রিস্তি শুরু হয়। প্রায় ৪৫ মিনিট খেলা বন্ধ থাকে। ম্যাচ শুরু হলে দক্ষিন আফ্রিকার সামনে টার্গেট দাঁড়ায় ৩০ বলে ৭৩ রান। কিন্তু পাক বোলাররা অনেক আগেই দক্ষিণ আফ্রিকাকে বেঁধে ফেলে। ১৪ ওভারের ম্যাচে দক্ষিন আফ্রিকার স্কোর হয় ৯ উইকেটে ১০৮। ৩ টে উইকেট নেন শাহিনশা আফ্রিদি, ২ টি নেন সাদাফ খান। এই জয়ের ফলে পাকিস্তানের ঝোলায় এল ৪ পয়েন্ট। তাঁদের শেষ ম্যাচ খেলতে হবে বাংলাদেশের বিরুদ্ধে। উলটো দিকে দক্ষিণ আফ্রিকা খেলবে নেদারল্যান্ডের সঙ্গে। 

T20south africaPakistan Cricket

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও