30 বছর পর বিশ্বকাপের মঞ্চে সিডনি সেই অভিশপ্ত হয়েই থাকল দক্ষিণ আফ্রিকার কাছে। ১৯৯২ সালে এই মাঠেই ডাকোয়াট লুইসের সেমিফাইনাল হেরেছিল দ আ। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। তিন দশক পর সেই ডাকোয়াট লুইসেই পরাজিত প্রোটিয়ারা।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে বিশ্বকাপে আপাতত ভেসে থাকল পাকিস্তান। ম্যাচের নায়ক পাক সহ অধিনায়ক সাদাফ খান।
এদিন প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৮৫ রান করে পাকিস্থান।, ২২ বলে ৫২ রান করে সাদাফ। হাফ সেঞ্চুরি করেন ইফতিকার। তবে সিডনির মরা পিচেও রান পেলেন না পাক অধিনায়ক বাবার আজম। তাঁকে নিয়ে জতই আলোচনা বাড়ছে, তাঁর ব্যাটে ততই রান কমছে। এ'দিনিও মাত্র ৬ রান করে আউট হন বাবর। দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ উইকেট নেন নোকিয়া।
রান তাড়া করতে নেমে একসময়ে ৪ উইকেটে ৬৯ রান করেছিল দক্ষিন আফ্রিকা। সেই সময়েই ম্যাচে ব্রিস্তি শুরু হয়। প্রায় ৪৫ মিনিট খেলা বন্ধ থাকে। ম্যাচ শুরু হলে দক্ষিন আফ্রিকার সামনে টার্গেট দাঁড়ায় ৩০ বলে ৭৩ রান। কিন্তু পাক বোলাররা অনেক আগেই দক্ষিণ আফ্রিকাকে বেঁধে ফেলে। ১৪ ওভারের ম্যাচে দক্ষিন আফ্রিকার স্কোর হয় ৯ উইকেটে ১০৮। ৩ টে উইকেট নেন শাহিনশা আফ্রিদি, ২ টি নেন সাদাফ খান। এই জয়ের ফলে পাকিস্তানের ঝোলায় এল ৪ পয়েন্ট। তাঁদের শেষ ম্যাচ খেলতে হবে বাংলাদেশের বিরুদ্ধে। উলটো দিকে দক্ষিণ আফ্রিকা খেলবে নেদারল্যান্ডের সঙ্গে।