টিম ইন্ডিয়ার ভেতরেই অধিনায়ক-সহ অধিনায়ক দ্বন্দ্ব। ভারত-নিউ জ়িল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে লখনউয়ের উইকেট ঘিরে বিবাদ শুরু হয়েছে হার্দিক পাণ্ড্য-সূর্যকুমার যাদব। দুজনে বলছেন সম্পুরন বিপরীত কথা।
সূর্য কুমার যাদব সাংবাদিকদের সামনে মুখ খুলে বলেছেন, ‘‘পিচ নিয়ে ভেবে কোনও লাভ নেই", কোন মাটিতে খেলা হয়, সেটা খেলোয়াড়দের হাতেও থাকে না। কিন্তু কী ভাবে খেলা হবে, সেটা হাতে থাকে।
লখনউয়ের পিচ প্রস্তুতকারককে ছাঁটাই করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের আগে অন্য প্রস্তুতকারককে আনা হয়েছে। লখনউয়ে কোনও রকমে ম্যাচ জেতার পরে পিচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ভারত অধিনায়ক হার্দিক। ম্যাচ শেষে তিনি বলেছিলেন, ‘‘এই রকম উইকেট আমাদের কাছে একটা ধাক্কা। আমাদের আরও ভাল উইকেট রয়েছে। খেলা যাতে ভাল উইকেটে হয়, তা নিশ্চিত করতে হবে।