চলতি আইপিএলে ব্যাট হাতে রীতিমতো আগুন ঝরাচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন। এক সময়ের কেকেআর বোলিং-এর অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ নারিনের ব্যাটিং দেখে মুগ্ধ বিশেষজ্ঞরাও। আরসিবি ম্যাচে ওপেন করতে নেমেছিলেন তিনি। মূলত নারিনের ব্যাটিং-এর জোরেই প্রথম ৬ ওভারের মধ্যে ৮০ টপকে গিয়েছিল কেকেআর। সেই একই ছবি দেখা গিয়েছে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ম্যাচটিও। অথচ, এ হেন সুনীল নারিনই দলের ব্যাটিং মিটিং-এ থাকেন না। এমন কথাই ফাঁস করলেন শ্রেয়স আইয়ার।
তিনি নাকি দলের ব্যাটিং পরিকল্পনার অংশই নন। ব্যাটিং সংক্রান্ত বৈঠকেও থাকেন না। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে এই গোপন তথ্য ফাঁস করে দিলেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। তিনি বলেন, ‘‘ইনিংসের শুরুতে নারিনের ভূমিকা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওঁর ব্যাটিংয়ের সঙ্গে দলের পরিকল্পনার অবশ্য কোনও সম্পর্ক নেই। সুনীল নারিন দলের ব্যাটিং বৈঠকে থাকেনই না।’’