বিরাট কোহলি কি পারবেন শচীন তেন্ডুলকরের ১০০টি আর্ন্তজাতিক শতরানের রেকর্ড ভেঙে দিতে? এই নিয়ে জল্পনা শুরু হয়েছে ক্রিকেটবিশ্বে। টানা ব্যাড প্যাচ চলার পর ফের দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট। তাঁর ব্যাট থেকে আসছে একের পর এক সেঞ্চুরি৷ কিংবদন্তি সুনীল গাভাসকার মনে করেন, বিরাট নিঃসন্দেহে শচীনের রেকর্ড ভাঙার বড় দাবিদার। কোহলির সমুহ প্রশংসা শোনা গেল সানির মুখে।
শ্রীলঙ্কাকে হারিয়ে বিরাট ব্যবধানে জয় পেয়েছে ভারত। দুরন্ত সেঞ্চুরি করেছেন বিরাট। ম্যাচের পরে ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে সানি বলেন, বিরাট যদি আরও ৫-৬ বছর ক্রিকেট খেলেন, তাহলে তিনি নিশ্চিতভাবেই শচীনের একশোটি আর্ন্তজাতিক শতরানের রেকর্ড ভেঙে দেবেন।
সানির কথায়, "শচীন চল্লিশ বছর বয়সেও আর্ন্তজাতিক ক্রিকেট খেলেছে। ফিটনেস ধরে রেখেছিল। কোহলিও নিজের ফিটনেস নিয়ে অত্যন্ত সচেতন। বিরাটও যদি ৪০ বছর বয়স পর্যন্ত খেলে, তাহলে অবাক হওয়ার কিছু নেই।"
গত ৪টি ম্যাচে তিনটি শতরান করেছেন কোহলি। তাঁর ঝুলিতে এখন ৭৪টি আর্ন্তজাতিক শতরান।