আইপিএলের নতুন নিয়মকে স্বাগত জানালেন দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা সুনীল গাওস্কর এবং হরভজন সিং। উল্লেখ্য, ফুটবলে যেমন খেলার মাঝে পাঁচ ফুটবলারকে পরিবর্ত হিসাবে নামানো যায়, ক্রিকেটেও চালু হয়েছে এই নিয়ম। এ বারের আইপিএলে দেখা যাবে এই ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-এর নিয়ম। তবে, ফুটবলের মতো পাঁচজন নয়, ক্রিকেটে পরিবর্ত হিসেবে নামানো যাবে একজন খেলোয়াড়কেই। যদিও, তালিকায় থাকবেন পাঁচজনই।
গাওস্কর এবং হরভজন- দুজনেরই মতে, এই নতুন নিয়মে মানিয়ে নেওয়ার জন্য খেলোয়াড়দের কিছুটা সময় দেওয়া প্রয়োজন।
"নতুন নিয়মে মানিয়ে নেওয়ার জন্য খেলোয়াড়দের সময় দিতে হয়। টাটা আইপিএল ২০২৩-এ অংশগ্রহণকারী ১০'টি দলের জন্যও এই কথা প্রযোজ্য", স্টার স্পোর্টসকে বলেন সুনীল গাওস্কর।
অন্যদিকে, হরভজন জানান, " এটা অত্যন্ত জরুরি একটি সিদ্ধান্ত। বর্তমান ক্রিকেট যেরকম হয়ে গিয়েছে, তাতে পরিবর্ত খেলোয়াড় নামানোর এই সিদ্ধান্তকে সাধুবাদ না জানিয়ে উপায় নেই। তাই এমন সময়োপযোগী একটি নিয়ম চালু করার জন্য বিসিসিআই'কে ধন্যবাদ জানাতেই হয়"।