অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের সাম্প্রতিক টি২০ ম্যাচে স্টাম্প মাইকে ধরা পড়ল জস বাটলার ও মিচেল স্টার্কের একটি কথোপকথন। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যেখানে অস্ট্রেলিয়ার বোলারকে স্পষ্ট বলতে শোনা যায়, 'আমি দীপ্তি নই! তবে, কাজটা কিন্তু আমিও করতে পারি। তাই ক্রিজ ছেড়ে বেরিয়ো না'!
উল্লেখ্য, কয়েকদিন আগেই ভারতীয় মহিলা দলের দীপ্তি শর্মা ইংল্যান্ডের চার্লি ডিনকে মাঁকড়ীয় আউট করেছিলেন। নন-স্ট্রাইকার এন্ডে থাকা চার্লি দীপ্তির বোলিং-এর সময় ক্রিজ ছেড়ে এগিয়ে গেলে তাঁকে আউট করেন ভারতীয় বোলার। লর্ডসের এই ঘটনার পর দু'ভাগে ভাগ হয়ে গিয়েছিল ক্রিকেটবিশ্ব। কারও মতে, দীপ্তি যা করেছে, তা আইন মেনেই, ঠিক কাজ। কারও মতে আবার, ক্রিকেটের 'ফেয়ার প্লে'র শর্ত লঙ্ঘন করেছেন দীপ্তি শর্মা।
যদিও মিচেল স্টার্কের এই মন্তব্য ভাল চোখে দেখেননি অনেকেই। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হেমাঙ্গ বাদানি বলেন, 'বড় হও স্টার্ক! এটা অত্যন্ত খারাপ আচরণ তোমার! দীপ্তি যা করেছেন, তা ক্রিকেটের আইন মেনেই করেছেন। আইনের বাইরে গিয়ে তিনি কোনও কাজই করেননি'।
আইসিসি নতুন নিয়মের ফলে মাঁকড়ীয় আউট এখন আর অবৈধ বা ক্রিকেটীয় আদর্শের পরিপন্থী নয়। বোলারের হাত থেকে বল বেরোনোর আগে নন স্ট্রাইকার ক্রিজ ছেড়ে বেরোলে আউট করা সম্পূর্ণ অধিকার রয়েছে বোলারের। বাটলার আগে বহু বার ক্রিজ ছেড়ে বেরিয়েছেন। তাঁকে রবিচন্দ্রন অশ্বিনও আইপিএলে এভাবে আউট করেছিলেন।