Asia Cup: আর্থিক সংকট ও রাজনৈতিক ডামাডোল, এশিয়া কাপ আয়োজন থেকে সরে দাঁড়াল শ্রীলঙ্কা

Updated : Jul 28, 2022 08:14
|
Editorji News Desk

শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা (Sri Lanka Cricket Board) জানিয়ে দিলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে এশিয়া কাপের আয়োজন করা সম্ভব নয়। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (ACC) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সরকারি ভাবে বিষয়টি জানিয়ে দিয়েছে। 

এসিসি জানিয়েছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে, তাদের দেশে যে অভূতপূর্ব রাজনৈতিক পরিস্থিতি চলছে তার প্রেক্ষিতে তাদের পক্ষে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়। তা ছাড়া এই মুহূর্তে শ্রীলঙ্কার বিদেশি মুদ্রারও সঙ্কট রয়েছে। এই অবস্থায় ছয়টি দেশকে নিয়ে বড় প্রতিযোগিতা ওরা আয়োজন করতে পারবে না।’

21st July Sahid Diwas Covid:সমাবেশে কঠোর ভাবে কোভিড বিধি মানতে হবে, নির্দেশ হাই কোর্টের

শ্রীলঙ্কা সরে দাঁড়ানোয় ভারত বা অন্য কোনও দেশে এই প্রতিযোগিতা আয়োজনের সম্ভাবনা রয়েছে। এসিসি-র এক কর্তা জানিয়েছেন, ‘‘সংযুক্ত আরব আমিরশাহিতে প্রতিযোগিতা হতে পারে, তবে তা চূড়ান্ত নয়। ভারত বা অন্য কোনও দেশেও এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা হতে পারে। আগে শ্রীলঙ্কার কর্তারা আমিরশাহির কর্তাদের সঙ্গে আলোচনা করুন। শ্রীলঙ্কার প্রস্তাবে আমিরশাহি রাজি হলে সেখানে প্রতিযোগিতা হবে, না হলে অন্য কোনও দেশে হবে প্রতিযোগিতা।’’ তবে ভারতে এশিয়া কাপ হতে পারে কিনা সেই বিষয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বা সচিব জয় শাহ অবশ্য এখনও কোনও মন্তব্য করেননি।

গত কয়েক মাস ধরেই রাজনৈতিক এবং অর্থনৈতিক সমস্যায় জর্জরিত শ্রীলঙ্কা। সে দেশের ক্রিকেট কর্তাদের আশা ছিল, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ যে ভাবে তারা আয়োজন করেছিল, সে রকম এশিয়া কাপ করতেও সমস্যা হবে না। কিন্তু দেশের পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়াতেই এতগুলি দলকে নিয়ে প্রতিযোগিতা আয়োজনের ঝুঁকি নিচ্ছেন না তাঁরা।

শ্রীলঙ্কার পরিস্থিতির দিকে নজর রেখে এসিসি কর্তারা আগেই কথা বলেন আমিরশাহির ক্রিকেট সংস্থার সঙ্গে। অন্য সদস্য দেশগুলির সঙ্গেও কথা বলছেন তাঁরা। আগামী কয়েক দিনের মধ্যে এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে এসিসি।

 

Asia Cup 2022Sri Lanka crisis

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও