সাই সুদর্শনের দুরন্ত শতরান। যার ওপর ভর করে পাকিস্তান এ দলকে ৮ উইকেটে হারিয়ে দিল ভারত এ (India A vs Pakistan A) দল। এমার্জিং এশিয়া কাপ (Emerging Asia Cup 2023) ২০২৩ এ শীর্ষস্থানে পৌঁছে গেল টিম ইন্ডিয়া (Team India)। ২০৬ রানের লক্ষ্যমাত্রা ছিল ভারত এ দলের সামনে। নিকিন জোসের নির্ভরযোগ্য ৫৩ রান এবং সাই সুদর্শনের (Sai Sudarshan) দুরন্ত অপরাজিত ১০৪ বুধবার ভারতকে পৌঁছে দিল কাঙ্ক্ষিত লক্ষ্যে।
আরও পড়ুন: ভারতীয় দলে ফের কোচ বদল, ক্যারিবিয়ান সফরের পর বিশ্রামে দ্রাবিড়, আয়ারল্যান্ড যাবেন লক্ষ্মণ
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রাজ্যবর্ধন হাঙ্গরগেকরের দুর্ধর্ষ বোলিং-এর সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ। পাঁচ উইকেট তুলে নেন তিনি। যার ফলে মাত্র ২০৫ রানেই শেষ হয়ে গিয়েছিল পাকিস্তানের ইনিংস।