বার্বাডোজে পৌঁছে গেল এয়ার ইন্ডিয়ার বিমান । বুধবারই বার্বাডোজ থেকে রওনা হচ্ছেন রোহিতরা । জানা গিয়েছিল, এদিন ভোরবেলা ভারতীয় টিমের বার্বাডোজ থেকে দিল্লির উদ্দেশে ওড়ার কথা ছিল । কিন্তু,তা সম্ভব হয়নি । সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান রোহিতদের নিতে পৌঁছে গিয়েছে । ইতিমধ্যেই সেই ভিডিও প্রকাশ্যে এসেছে । খুব দ্রুত সেই বিমানে করেই রওনা হবেন রোহিত, বিরাটরা ।
ঘূর্ণিঝড় বেরিলের কারণে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আটকে ছিল ভারতীয় টিম । এবার রোহিতদের উদ্ধারে সেখানে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান পৌঁছেছে । ওই বিমানে শুধু ক্রিকেটারেরা নন, তাঁদের পরিবার এবং ভারতীয় দলের বাকি সদস্যরাও ফিরবেন । জানা গিয়েছে, রওনা হওয়ার সময় যেহেতু পিছিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বুধবার রাতে নয়, বৃহস্পতিবার ভোরে দিল্লি পৌঁছতে পারেন রোহিতরা ।
বুধবার সকাল সকাল পোস্ট করে টিম ইন্ডিয়ার ঘরে ফেরারই ইঙ্গিত দিয়েছিল বিসিসিআই । এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দেওয়া হয় 'ট্রফি ঘরে আসছে' । তখন মনে করা হয়েছিল, ভারতীয় দল ইতিমধ্যেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন । তবে, পরে জানা যায়, কিছুটা দেরিতে উড়বে তাঁদের বিমান ।