স্টুটগার্ড এরিনায় উড়ল স্পেনের পতাকা। কোয়াটার ফাইনালে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে স্পেন। স্পেনের দুই গোলদাতা ডানি অলমো এবং মাইকেল মেরিনো। জার্মানির হয়ে একমাত্র গোলটি করেন ফ্লোরিয়ান রিটজ।
শুরুতেই একটা চেঞ্জ করতে হয় স্পেনের কোচ ডেলা ফন্তেকে। মাঠের বাইরে যান পেড্রি। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য। ডেডলক ভাঙল ৫১ মিনিটে। গোল করে দলকে এগিয়ে দেন অলমো। ম্যাচের একেবারে শেষলগ্নে আয়োজক দেশকে সমতায় ফেরান রিটজ। অতিরিক্ত সময়ের শেষে ম্যাচ যখন টাইব্রেকারে যাবে একপ্রকার নিশ্চিত তখন ১১৯ মিনিটে ম্যাচের জয় সূচক গোল করেন স্পেনের মাইকেল মেরিনো। লাল কার্ড দেখেন স্পেনের ডানি কার্ভাহাল। কিন্তু ততক্ষনে জয় রসদ জোগাড় করে নিয়েছে স্প্যানিশ আর্মাডা।
এর আগে স্পেন কখনও আয়োজক দেশকে হারাতে পারেনি। এবার সেই মিথ ভাঙল। আর মিথ ভেঙে জার্মান ঔদ্ধতকে ধ্বংস করে ইউরোর সেমি ফাইনালে পৌঁছল স্পেন।