তিনি দক্ষিণ আফ্রিকার স্পিনার । অথচ ব্যাট করতে নামলে তাঁর জন্য বাজানো হয় 'রাম সিয়া রাম' গানটি । ভারতীয় সংস্কৃতি-ঐতিহ্যের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা । ভগবান রাম ও হনুমানের ভক্ত । কথা হচ্ছে কেশব মহারজাকে নিয়ে । সোমবার রামমন্দির উদ্বোধনের আগে সেই কেশব মহারাজ ভারতীয়দের শুভেচ্ছা জানালেন । দেশের শান্তি ও সম্প্রীতির জন্য প্রার্থনা করেছেন তিনি ।
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন কেশব মহারাজ । সেখানে তাঁকে বলতে শোনা গেল "নমস্কার, দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী সকল ভারতীয়কে আমি শুভেচ্ছা জানাতে চাই । অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের জন্য শুভকামনা । এটি সকলের জন্য শান্তি, সম্প্রীতি নিয়ে আসুক, আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ হোক । জয় শ্রী রাম।"
চলতি মাসের শুরুর দিকেই লাইমলাইটে এসেছিলেন কেশব মহারাজ । ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের সময় খেলতে নেমেই 'রাম সিয়া রাম' গানটি বাজানোর জন্য অনুরোধ করেছিলেন তিনি । কেশব পিটিআই-কে বলেছিলেন,'আমি ভগবান রাম এবং হনুমানের ভক্ত। তাই আমি মনে করি এই গানটি আমার সঙ্গে সম্পূর্ণ মানানসই গান।আমিই বলি গান বাজাতে। মাঝে মাঝে আমি নিজে এগিয়ে যাই এবং বলি এই গানটি বাজান। আমার কাছে ভগবানই সবচেয়ে বড় আশীর্বাদ। তিনি আমাকে পথ দেখান, সুযোগ দেন। সুতরাং আমি অন্তত এটাই করতে পারি। ধর্ম ও সংস্কৃতিকে সম্মান করা জরুরি। '