ভারতকে ৫ উইকেটে হারিয়ে টি ২০ বিশ্বকাপে সেমিফাইনালের পথ আরও পোক্ত করল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার মাটিতে টি২০ বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক হল না ভারতের। একই সঙ্গে প্রথম দল হিসেবে সেমিফাইনালে ওঠার সু্যোগও হাতছাড়া হল। পারথে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরেই গেল টিম ইন্ডিয়া। মূলত মিলার ও মারক্রম জুটি বিশ্বকাপের মঞ্চে ভারতের জয়ের হ্যাটট্রিক আটকে দিল।১৩৪ রান তাড়া করতে নেমে ভারতের বিরুদ্ধে মারক্রম একাই ৫২। এদিন প্রথমে ব্যাট করে ভারত।
৯,০,৬,৭,৪ ও ০। লুঙ্গি এনগেডি ও ওয়ের্ন পার্লেনের বিভীষিকায় ওয়াকার ২২ গযে এটাই ছিল ভারতীয়দের অবস্থান। খুচরো রান এল অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটে। তবে সূর্যকুমারের ৪০ বলে ৬৮ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের মান বাঁচায় । ভারতের স্কোর হয় ৯ উইকেটে ১৩৩। ৪ উইকেট এনগিডির। ৩ উইকেট পার্নেলের।
ঝটকার সঙ্গেই শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকার ইনিংস। ওয়াকায় একই ওভারে দুই ডেঞ্জার ম্যানকে ফিরিয়ে দেন আর্শদীপ সিং। প্রথম বলে আউট হন ডি কক। তার পরের বলেই আউট হন রাইলি রুশো। খুব বেশি কিছু করার আগেই তেম্বা ভাগুমাকে ফেরান মহম্মদ শামি। ৩ উইকেটে ২৪। ধুকতে থাকা দক্ষিণ আফ্রিকাজ অক্সিজেন হন মারক্রম ও মিলার।