বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি২০ সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচেও বাধ সাধল বৃষ্টি। কমাতে হল ওভারের সংখ্যা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়ে দিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
প্রথমে ব্যাট করে ১৯.৩ ওভারে ভারত ৭ উইকেটে ১৮০ রান তোলে৷ প্রবল বৃষ্টির জন্য ৩ বল আগেই শেষ করে দিতে হয় ভারতীয় ইনিংস। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১৫২ রান। ১ বল বাকি থাকতেই ৫ উইকেটে ১৫৪ রান তুলে ম্যাচ জিতে নেন প্রোটিয়ারা।
ভারতের হয়ে দারুণ ব্যাট করেন কেকেআর তারকা রিঙ্কু সিং। তিনি অপরাজিত থাকেন ৩৯ বলে ৬৮ রান করে। সূর্যকুমার করেন ৩৬ বলে ৫৬ রান। কিন্তু শেষরক্ষা হল না। হেনরিকস, মার্করামদের ব্যাটের দাপটে সহজ জয় পেল দক্ষিণ আফ্রিকা।