প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে কোনওমতে জয়। তারপরই দক্ষিণ আফ্রিকার কাছে ১০৪ রানে রীতিমতো পর্যুদস্ত হল বাংলাদেশ। 'টাইগার'দের প্রথম ম্যাচে জয় নিয়ে যে উল্লাস সৃষ্টি হয়েছিল, তা নিমেষে অস্তমিত।
টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি বাংলাদেশ। তার উপরে তাঁদের সাম্প্রতিক যা ফর্ম, তাতে অতি বড় অন্ধভক্তও হয়তো ভাবেননি বাংলাদেশ প্রোটিয়াদের বেগ দেবে। যদিও অধিনায়ক শাকিব ম্যাচের আগে দাবি করেছিলেন, ম্যাচের আগে বাংলাদেশের থেকে দক্ষিণ আফ্রিকার উপরই চাপ বেশি থাকবে। কিন্তু বাস্তবে দেখা গেল পরিস্থিতি ঠিক তার বিপরীত।
প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা করল ৫ উইকেটে ২০৫ রান। জবাবে বাংলাদেশের ইনিংস শেষ হল ১৬.৩ ওভারে ১০১ রানেই।
২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধারাবাহিক ভাবে উইকেট হারালেন শাকিবরা। লিটন দাস ছাড়া কেউই লড়াই করতে পারলেন না। লিটনের ব্যাট থেকে এল ৩১ বলে ৩৪ রান। একে একে সৌম্য, শান্ত, শাকিব সবাই নখিয়ার গতির সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করেন। সেভাবে কোনও ব্যাটারই দাঁড়াতে পারেননি। একমাত্র লিটন দাস খানিকটা লড়াই করার চেষ্টা করেছিলেন। তাও বেশিক্ষণ না। তিনি ৩১ বলে ৩৪ রান করেন।