ফের ব্যাট হাতে ২২ গজে নামতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। লেজেন্ডস ক্রিকেট লিগে একটি বিশেষ ম্যাচে খেলতে দেখা যাবে বিসিসিআইয়ের বর্তমান সভাপতিকে। আগামী ১৬ সেপ্টেম্বর সৌরভের নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হবে বিশ্ব একাদশ।
এবার লেজেন্ডস ক্রিকেট লিগ ভারতে হবে। তাই দেশের মাঠেই খেলতে দেখা যাবে সৌরভকে। ইতিমধ্যেই বেশ কিছু তারকা প্রাক্তন ক্রিকেটারকে এই লিগের হয়ে খেলতে দেখা যাবে। সৌরভ বিশেষ ম্যাচটি খেলবেন একটি সামাজিক কারণে। এবারের লিগটি দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে খেলা হবে, এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন রবি শাস্ত্রী।
আরও পড়ুন- Arjun Tendulkar: পাচ্ছেন না দলে সুযোগ, মুম্বই ছেড়ে এবার গোয়ার পথে সচিন তেন্ডুলকরের পুত্র
জানা গিয়েছে, সৌরভের এই দলে থাকবেন বীরেন্দ্র সহবাগ, মহম্মদ কাইফ, হরভজন সিংয়ের মতো ভারতের প্রাক্তন তারকারা।
এই প্রতিযোগিতার মূল আয়োজক রমন রাহেজা বলেছেন, “বাকি কিংবদন্তিদের সঙ্গে সৌরভ যে ম্য়াচ খেলার জন্য রাজি হয়েছে, এর জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। উনি আজীবন কিংবদন্তি থেকে যাবেন। ক্রিকেটের স্বার্থে সৌরভ বার বারই এগিয়ে এসেছেন। এ বার বিশেষ কারণে ম্যাচ খেলতে নামবেন। আশা করি ওঁর ব্যাট হাতে পুরনো দিনের মতো শট আবার দেখতে পাব।”