সুস্থ আছেন বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক(Former Indian Captain) সৌরভ গঙ্গোপাধ্যায়। একথা জানানো হয়েছে উডল্যান্ডস হাসপাতাল(Woodlands Hospital) সূত্রে। গত সোমবার রাতেই করোনা (Covid 19) আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়কে(Sourav Ganguly) উডল্যান্ডস হাসপাতালে ভরতি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে, সৌরভের অবস্থা এখন স্থিতিশীল। স্বাভাবিক কথাবার্তাও বলছেন তিনি। নতুন করেও জ্বর আসেনি। রাতে ভালো ঘুম হয়েছে তাঁর। প্রাতঃরাশ এবং দুপুরের খাবার খেয়েছেন সৌরভ(Sourav Ganguly)। তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছে সরোজ মন্ডল, সপ্তর্ষি বসু, এবং সৌতিক পান্ডার তিন সদস্যের মেডিকেল টিম।
শুক্রবার কল্যাণী(Kalyani) থেকে মহারাজের জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট চলে আসার কথা। তারপরেই তাঁকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, খবর হাসপাতাল সূত্রে।