আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল । ওভালে মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া । এই আবহে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি ভিডিও । যেখানে তাঁকে অজিদের প্রশংসা করতে দেখা গিয়েছে । বলতে শোনা গিয়েছে, অস্ট্রেলিয়া সেরা দল । অজিদের বিরুদ্ধে বিরুদ্ধে পারফরম্যান্স দিয়ে প্রমাণিত হয় একটি দল ভাল না মন্দ । সৌরভের কথায়, 'সকলে সত্তরের ওয়েস্ট ইন্ডিজের কথা বলে । আমি ওদের দেখিনি। আমি রিকি পন্টিংকে (Ricky Ponting) দেখেছি, আমি ওর দলকে দেখেছি। ওরা সবার থেকে আলাদা।'
সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই ভিডিও অনেক পুরনো । ওভাল টেস্টের আগে ভিডিওটি সামনে এনেছে খেলার একটি বেসরকারি চ্যানেল । ওই ভিডিওতে সৌরভকে আরও বলতে শোনা যায়, 'অস্ট্রেলিয়া দল হিসেবে খুবই শক্তিশালী। ওদের হারালে, ওদের বিরুদ্ধে ভাল খেললে, যে কেউ মনে করবে তারাই ভাল ।'
সৌরভ আরও বলেন, ২০০১ সালে যখন মুম্বইয়ে জিতে কলকাতায় এসেছিল পন্টিংরা, তখন ইডেনে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নেয় ভারত । উল্লেখ্য, ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওই ম্যাচে রূপকথার জয় এনে দিয়েছিলেন রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণ । অস্ট্রেলিয়ার প্রশংসার পাশাপাশি সৌরভ এও প্রমাণ করে দিলেন শক্তিশালী অজিদের বিরুদ্ধে ভারতই বারবার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ।