ধোনিকে ভালবাসলেই পাওয়া যাবে রিওয়ার্ডস। এমনই এক অ্য়াপ এবার লঞ্চ হয়ে গেল ভারতে। প্রথমবার কোনও ক্রিকেটারের ফ্যানদের নিয়ে অ্য়াপ। বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এমনই ভাবনা ভাবল গ্রেট ব্রিটেনের একটি প্রযুক্তি সংস্থা এনিগমেটিক স্মাইল। ভারতে ধোনি ভক্তদের একটা বিরাট অংশের কথা মাথায় রেখেই এমন ভাবনা। কিন্তু এই অ্যাপে কী হবে! সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সিঙ্গল আইডি রিটেইল নেটওয়ার্কের মাধ্যমে অফার পাবেন এই অ্যাপের গ্রাহকরা।
কিন্তু কী কী হবে এই অ্যাপে!
জানা গিয়েছে, দৈনন্দিন জিনিস কেনাকাটা করা যাবে এই অ্যাপের মাধ্যমে। সিঙ্গল আইডি প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকরা ট্রাভেল-টুরের টিকিট বুক করতে পারবেন। জামা-কাপড় থেকে জুতো, অনলাইন শপিংও এই অ্যাপের মাধ্যমে কেনা যাবে। এর মাধ্যমে পেমেন্ট করা যাবে। আর এই অ্যাপ ব্য়বহার করলেই পাওয়া যাবে বিশেষ বিশেষ রিওয়ার্ডস। শপিং করার সময় ধোনির দৈনন্দিন জীবনের বিভিন্ন কোলাজ শেয়ার করবে এই অ্যাপ। থাকবে ছবি, ভিডিয়ো, যা সোশ্যাল মিডিয়ায় সাধারণত পাওয়া যায় না।
ধোনি নিজেও এই অ্য়াপ নিয়ে আশাবাদী। তিনি জানিয়েছেন, "এই অ্য়াপ দৈনন্দিন জীবনের খরচা নিয়ে আলাদা মূল্য় তৈরি করবে। ঘুরতে গেলে দোকানে, বাজারে কেনাকেটা করলে সিঙ্গল আইডি টেকনোলজির মাধ্যমে পেমেন্ট করা যাবে। ধোনি অ্যাপ অনেত রিওয়ার্ডস দেবে। যার ফলে সেভিংস হবে। থোড়া অউর। আমার ফ্যানদের এই অ্যাপ ব্য়বহার করলে আরও একটু বেশি কিছু পাবেন।"