Dhoni App: ধোনি অ্য়াপ ডাউনলোড করেছেন! ভক্তদের জন্য় থাকছে Thoda Aur Rewards

Updated : Feb 21, 2025 10:07
|
Editorji News Desk

ধোনিকে ভালবাসলেই পাওয়া যাবে রিওয়ার্ডস। এমনই এক অ্য়াপ এবার লঞ্চ হয়ে গেল ভারতে। প্রথমবার কোনও ক্রিকেটারের ফ্যানদের নিয়ে অ্য়াপ। বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এমনই ভাবনা ভাবল গ্রেট ব্রিটেনের একটি প্রযুক্তি সংস্থা এনিগমেটিক স্মাইল। ভারতে ধোনি ভক্তদের একটা বিরাট অংশের কথা মাথায় রেখেই এমন ভাবনা। কিন্তু এই অ্যাপে কী হবে! সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সিঙ্গল আইডি রিটেইল নেটওয়ার্কের মাধ্যমে অফার পাবেন এই অ্যাপের গ্রাহকরা।

কিন্তু কী কী হবে এই অ্যাপে!

জানা গিয়েছে, দৈনন্দিন জিনিস কেনাকাটা করা যাবে এই অ্যাপের মাধ্যমে। সিঙ্গল আইডি প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকরা ট্রাভেল-টুরের টিকিট বুক করতে পারবেন। জামা-কাপড় থেকে জুতো, অনলাইন শপিংও এই অ্যাপের মাধ্যমে কেনা যাবে। এর মাধ্যমে পেমেন্ট করা যাবে। আর এই অ্যাপ ব্য়বহার করলেই পাওয়া যাবে বিশেষ বিশেষ রিওয়ার্ডস। শপিং করার সময় ধোনির দৈনন্দিন জীবনের বিভিন্ন কোলাজ শেয়ার করবে এই অ্যাপ। থাকবে ছবি, ভিডিয়ো, যা সোশ্যাল মিডিয়ায় সাধারণত পাওয়া যায় না। 

ধোনি নিজেও এই অ্য়াপ নিয়ে আশাবাদী। তিনি জানিয়েছেন, "এই অ্য়াপ দৈনন্দিন জীবনের খরচা নিয়ে আলাদা মূল্য় তৈরি করবে। ঘুরতে গেলে দোকানে, বাজারে কেনাকেটা করলে সিঙ্গল আইডি টেকনোলজির মাধ্যমে পেমেন্ট করা যাবে। ধোনি অ্যাপ অনেত রিওয়ার্ডস দেবে। যার ফলে সেভিংস হবে। থোড়া অউর। আমার ফ্যানদের এই অ্যাপ ব্য়বহার করলে আরও একটু বেশি কিছু পাবেন।"

MS Dhoni

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও