ওয়াংখেড়েতে সচিনের রেকর্ড স্পর্শ করা হল না। ৮৮ রানে থামলেন বিরাট কোহলি। তবে পেরিয়ে গেলেন সচিনের আরও একটি রেকর্ড। ওয়ানডে ক্রিকেটে এক ক্যালেন্ডার ইয়ারে সচিন সাতবার ১০০০ রান করেছিলেন। বিরাট বিশ্বকাপে এই বছরই ১০০০ রান পূর্ণ করলেন। সচিনকে পেরিয়ে ৮বার হাজার রান করলেন কিং কোহলি।
তীরে এসে তরী ডুবল শুভমান গিলেরও। বৃহস্পতিবার ওয়াংখেড়েতে শতরানের দোরগোড়ায় এসে ৯২ রান করে আউট হয়ে গেলেন টিম ইন্ডিয়ার প্রতিশ্রুতিমান তরুণ ক্রিকেটার। শতরান থেকে মাত্র ৮ রান দূরে থেকে দিলশান মোদুশঙ্কার বলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন তিনি।
ম্যাচের দ্বিতীয় বলেই রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পর বিরাট ও শুভমানের জুটিতে ১৮৯ রান যোগ হয়। তারপরই আউট হয়ে যান শুভমান। তার পরের ওভারেই সাজঘরে ফিরে গেলেন কিং কোহলি।