সাম্প্রতিককালে, ঘরোয়া ক্রিকেটে জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে একাধিকবার সোচ্চার হয়েছে বিসিসিআই। এবার, বিসিসিআই-এর এই তৎপরতার জন্যই রঞ্জি ট্রফির সেমিফাইনালে মুম্বইয়ের হয়ে তামিলনাড়ুর বিরুদ্ধে খেলতে নামছেন শ্রেয়স আইয়ার। ক্রিকবাজের রিপোর্ট জানাচ্ছে, বরোদার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে না খেলার জন্য ২৯ বছর বয়সী এই ক্রিকেটারকে বোর্ডের রোষের মুখে পড়তে হয়েছিল। শ্রেয়স তখন জানিয়েছেলন, চোটের কারণে খেলতে পারবেন না তিনি। তিনি আনফিট। তার দাবিকে কার্যত উড়িয়ে দেওয়া হয় বোর্ডের পক্ষ থেকে। তারপরই, ২ মার্চ থেকে শুরু হতে চলা সেমিফাইনালে মুম্বই দলে তাঁর অন্তর্ভুক্তি হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যেই দুই প্লেয়ার বিসিসিআই ও বাকি কর্তাদের বিভ্রান্ত করেছেন বলে অভিযোগ, তাঁদের মধ্যে দুজন হলেন ঈশান কিষান ও শ্রেয়স আইয়ার। ঈশান কিষান পুরো রঞ্জি মরশুম খেলেননি। টানা নির্দেশ পাওয়া সত্ত্বেও তিনি তাঁর সিদ্ধান্ত থেকে সরেননি। তাঁর রাস্তায় হাঁটতে গিয়ে নিজের বিপদ বাড়িয়েছেন শ্রেয়স আইয়ার। ওয়াকিবহালমহলের মতে, বিসিসিআই-এর ধমকেই রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনাল অবধি ‘আনফিট’ থাকলেও, এবার হঠাৎই ফিট হয়ে গেলেন শ্রেয়স আইয়ার!