রবিবার শুরু বাংলাদেশের বিরুদ্ধে T20 সিরিজ। আর শুরুতেই ধাক্কা ভারতীয় দলে। চোটের জন্য বাদ পড়লেন শিবম দুবে। বাংলাদেশের বিরুদ্ধে কোনও ম্যাচই খেলতে পারবেন না তিনি। তাঁর পরিবর্তে দলে সুযোগ পেলেন তিলক বর্মা।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, পিঠে চোট পেয়েছেন শিবম দুবে। এর আগে এই চোটের জন্য ইরানি ট্রফিতেও মুম্বইয়ের হয়ে খেলতে পারেননি তিনি। এবার ভারতীয় দল থেকেও ছিটকে গেলেন। এদিকে টেস্ট সিরিজে দাপটের পর T20 সিরিজে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষবার দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে তেমন অভিজ্ঞতা নেই। তবে গোয়ালিয়রে ব্যাটিং লাইন আপে কিছুটা এক্সপেরিমেন্ট করতে চান অধিনায়ক সূর্য।
ওপেনার অভিষেক শর্মার সঙ্গে ওপেনে দেখা যেতে পারে সঞ্জু স্যামসনকে। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে অধিনায়ক সূর্য জানিয়েছেন, সঞ্জু ও অভিষেক এই ম্যাচে ওপেন করবেন। জাতীয় দলে, আইপিএলে ও মুম্বই টিমেও ওপেন করেন সূর্য। এবার সঞ্জুর জন্য জায়গা ছেড়ে দিলেন ভারত অধিনায়ক। দেশের হয়ে এখনও পর্যন্ত ৩০টি T20 ম্যাচ খেলেছেন সঞ্জু। মাত্র ৫ বার ওপেন করার সুযোগ পেয়েছেন। গত কয়েকটি ম্যাচে তিন নম্বরে নেমে বড় রান পাননি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম থেকেই চালিয়ে খেলার সুযোগ পাবেন সঞ্জু।
গোয়ালিয়রের লাল মাটির পিচ। স্পিনারদের দাপট থাকবে। তবে গত আইপিএলে লখনউ সুপার জায়ান্টের পেসার মায়াঙ্ক যাদবের পারফরম্যান্সে মজেছিল ক্রিকেট দুনিয়া। চোটের জন্য বছরের অধিকাংশ সময় কেটে গিয়েছে। এবার বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক ম্যাচ খেলতে পারেন মায়াঙ্ক। তরুণ পেসারকে নিয়ে খুশি অধিনায়ক সূর্য। জানালেন, মায়াঙ্ককে নেটে খেলেননি তিনি। কিন্তু কী করতে পারে ও, তা দেখেছেন তিনি। মায়াঙ্কের গতি যে কোনও দলের জন্য এক্স ফ্যাক্টর হতে পারে বলে মনে করছেন ভারত অধিনায়ক।
রবিবার বাংলাদেশের বিরুদ্ধে ওপেন করবেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। তিনে নামবেন রিঙ্কু সিং। চারে অধিনায়ক সূর্য। এরপর রিয়ান পরাগ, হার্দিক পান্ডিয়া ও ওয়াশিংটন সুন্দর থাকবেন। তবে পেস আক্রমণ কীভাবে সাজাবেন, তা এখনও পরিষ্কার নয়। বাঁ হাতি আর্শ্বদীপ সিংয়ে সঙ্গে মায়াঙ্ক যাদবকে নামাতে পারেন কোচ গৌতম গম্ভীর। মায়াঙ্ক খেললে অপেক্ষা বাড়তে পারে কলকাতা নাইট রাইডার্সের বোলার হর্ষিত রানার। লেগ স্পিনার হিসেবে দলে রবি বিষ্ণোই থাকবেন।
রবিবার বাংলাদেশের বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন মুস্তাফিজুর রহমান। তবে ভারতের ব্যাটারদের কাছে স্পিনার রিশাদ হোসেনকে সামলানো কঠিন হতে পারে। দলে আছেন লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, মাহমুদুল্লাহদের মতো অভিজ্ঞরাও। সিরিজের প্রথম ম্যাচে জিতে ভারতের উপর চাপ তৈরি করাই লক্ষ্য অধিনায়ক নাজমোল হোসেন শান্তের।