স্পোর্টসম্যান স্পিরিট! ২২ গজে তাঁরা যুযুধান, মাঠের বাইরের সম্পর্ক গুলো মন ছুঁয়ে যায়। সদ্য বাবা হওয়া বুমরাহর হাতে শাহিন আফ্রিদি তুলে দিলেন এক চৌকো বাক্স। কী আছে তাতে? সদ্যোজাতর জন্য উপহার। সে যে কাকা।
ভারত-পাকিস্তান। চির প্রতিদ্বন্দী দুই দল। অথচ ক্রিকেটের বাইরে জীবন নামের যে খেলা, তাতে তো ওরা একই টিমে, পাশাপাশি, এ ওর কাঁধে হাত রেখে।
Novak Djokovic: ২৪ তম গ্র্যান্ডস্লাম জয়! ৩৬ বছর বয়সেও অপ্রতিরোধ্য জকোভিচ
এশিয়া কাপে বৃষ্টির জন্য বাতিল হয়েছিল ম্যাচ। সেই ফাঁকেই বুমরাহ-র হাতে তাঁর ফুটফুটেটার জন্য কাকা 'শাহিন' তুলে দিলেন উপহারের বাক্স। মুহুর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো।